IQNA

সৌদি আরবে পবিত্র কুরআন প্রদর্শন

23:45 - October 16, 2014
সংবাদ: 1460824
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের কাতিফ প্রদেশের ‘যিয়ান’ শহরে পবিত্র কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআনিক প্রদর্শনী ১৩ই অক্টোবর শুরু হয়েছে। পবিত্র কুরআনের বিভিন্ন শিল্পকর্ম তথা ১০ কেজি ওজনের কুরআন শরিফ, ৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কুরআন শরিফ, ১৩৫ বছর পুরানো কুরআন শরিফ, উসমানীয় আমলের হস্তলিখিত পবিত্র কুরআন শরিফ, ৭২২ বছর পুরানো হস্তলিখিত কুরআন শরিফ সহ অন্যান্য ঐতিহাসিক কুরআন শরিফের পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
কুরআন প্রদর্শনীর পরিচালক ‘আলি আব্দুল্লাহ আল মুকাবকাব’ বলেন: উক্ত কুরআন প্রদর্শনের আদর্শ ও উদ্দেশ্য, বর্তমান সমাজে পবিত্র কুরআন পরিচিতি, দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে পবিত্র কুরআনের ব্যবহার।
তিনি আরও বলেন: উসমানীয় আমলের, তুরস্ক ও ভারতের অতি পুরাতন কুরআন শরিফ সহ বিশ্বের বিভিন্ন দেশের অতি পুরাতন কুরআন শরিফ উপস্থাপন করা হয়েছে। এছাড়াও পবিত্র কাবা শরিফের ভিতর ও বাহিরের পর্দাও দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
আলি আব্দুল্লাহ বলেন: এ প্রদর্শনীতে বিভিন্ন ভাষায় কুরআন শরিফের অনুবাদ, অন্ধদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন শরিফ অনুবাদ সহ অতি পুরাতন যুদ্ধের সরঞ্জাম তথা তলোয়ার, ঢাল, কুরআনের আয়াত লেখা শিরস্ত্রাণ (যুদ্ধে ব্যবহৃত টুপি), ১৫০ বছর আগলে মহান আল্লাহ নাম সমূহ লেখা সহ অন্যান্য ইসলামিক শিল্প দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।

 


1460382

captcha