IQNA

ইমাম আলী (আ.)এর মাযারে কুরআন মাহফিলের আয়োজন

22:06 - October 19, 2014
সংবাদ: 1461861
আন্তর্জাতিক বিভাগ: ইমাম আলী (আ.)এর মাযারের নির্বাহী কমিটি জানিয়েছে: পবিত্র ঈদে গাদির উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এ উৎসব মাহফিলের উপান্তে আন্তর্জাতিক কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক জানিয়েছে: উক্ত আন্তর্জাতিক কুরআন মাহফিলে বিশ্বের ৩৩টি দেশ থেকে ১০০ জন বিশেষ ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিতি ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে ইরাকি ও বিদেশের ওলামা, ধর্মীয় ও সংস্কৃতি মণ্ডলী উপস্থিত ছিলেন।
উক্ত উৎসব মাহফিলের পরিচালক ‘আল খুজাইর হজরি’ বলেন: এই উৎস অনুষ্ঠান ১৯শে অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিভিন্ন প্রোগ্রামে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন: এ উৎসব অনুষ্ঠানে পবিত্র ঈদে গাদিরের আলোকে মুল্যবান বক্তৃতা পেশ করেন মুসলিম ও খৃষ্টান ওলামাগণ।
বলাবাহুল্য, ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে গত ২ বছর আগে প্রথম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠানের আয়োজন করে এবং এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব মণ্ডলী অংশগ্রহণ করেন।
1461269

captcha