IQNA

তুরস্কে হেজাজি বর্ণমালায় লিখিত প্রাচীনতম কুরআনের পৃষ্ঠাসমূহ রক্ষণাবেক্ষণ করা হবে

23:57 - October 25, 2014
সংবাদ: 1463751
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি লন্ডনে প্রাচীনতম পবিত্র কুরআনের পাঁচটি বিরল পৃষ্ঠা নিলামে উঠেছে। আর এই নিলামকৃত পৃষ্ঠাগুলো তুরস্ক ক্রয় করেছে এবং এখন থেকে এ বিরল পৃষ্ঠাগুলো তুরস্কে রক্ষণাবেক্ষণ করা হবে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হেজাজি বর্ণমালায় লিখিত প্রাচীনতম কুরআনের পৃষ্ঠাগুলো হিজরি সনের প্রথম শতাব্দীর অন্তর্গত এবং এ পৃষ্ঠটানগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য ও অতি মূল্যবান হিসেবে পরিগণিত।
ইংরেজি সান অনুযায়ী পবিত্র কুরআনের এ বিরল পৃষ্ঠাগুলো সপ্তম শতাব্দীর শেষের দিকে অথবা অষ্টম শতাব্দীর প্রথম দিকের। অর্থাৎ হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাতের মাত্র কয়েক দশক পরে এ পৃষ্ঠাগুলো লেখা হয়েছে।
প্রাচীনতম পবিত্র কুরআনের পাঁচটি দুষ্প্রাপ্য ও অতি মূল্যবান পৃষ্ঠা তুরস্ক ক্রয় করেছে। প্রতিটি পৃষ্ঠাই আনফাল, আরাফ এবং তাওবাহ সুরার ৬ থেকে ১৬টি লাইন লেখা হয়েছে। এ আয়াতগুলো বাদামী রঙ্গের কালি দিয়ে লেখা হয়েছে।
পবিত্র কুরআনের হস্ত লিখিত এ পৃষ্ঠাগুলো অতি পুরাতন হওয়ার দরুন কুরআনিক গবেষক এবং আরবি লিপিবিদ্যা পণ্ডিতদের নিকট অতি গুরুত্বপূর্ণ। এখন থেকে এ পৃষ্ঠা গুলো তুরস্কের ‘ইয়ালদিজ হোল্ডিং’এ সংরক্ষণ করা হবে।
1463403

captcha