কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’এর কমিটির পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় অধিবাসীদের (নারী এবং পুরুষ) জন্য ৪র্থ নভেম্বরে ‘আল হাফেজুল মাওয়াতিন’ শিরোনামে ১১তম জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’এর কমিটির প্রধান ‘ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা’ বলেছেন: ১১তম জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতার জন্য এখনও পর্যন্ত নাম নিবন্ধন চলছে। আগ্রহী ব্যক্তিগণ ‘www.quran.gov.ae’ ওয়েবসাইটে প্রবেশে করে নিজেদের নাম নিবন্ধন করতে পরবেন।
তিনি আরও বলেন, যেসকল ব্যক্তিবর্গের জন্য ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নেয় তারা মামজার নামক অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’এর নতুন ভবনে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ করতে পারেন।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘দুবাই পুরস্কার’এর কমিটির সদস্য মুহাম্মাদ আব্দুর রহমান ও সুলতানুল ওলামা বলেন: এ প্রতিযোগিতা ৪র্থ নভেম্বরে অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতার শেষে ১০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
1464476