কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ প্রতিযোগিতায় রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৩০ জন নারী অংশগ্রহণ করবে।
উক্ত প্রতিযোগিতায় ২ পারা হেফজ, ৫ পারা হেফজ, ১০ পারা হেফজ ও তেলাওয়াতের উপর একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে এবং ১৪ বছরের নীচের অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের যেকোনো স্থান থেকে হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিবেদন অনুযায়ী, এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের ওমরাহ হজে পাঠানো হবে। উক্ত প্রতিযোগিতার বিচারক কমিটি হিসেবে রাশিয়ার মুফতি পরিষদ এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রধানকে নির্ধারণ করা হয়েছে।
1465195