আন্তর্জাতিক বিভাগ: উক্ত আন্তর্জাতিক সম্মেলন ৫ম নভেম্বর বুধবারে শুরু হয়েছে। দুবাই মিডিয়া সংস্থা নামক স্টলে সংযুক্ত আরব আমিরাতের ‘মুহাম্মাদ বিন রশিদ’ নামক কুরআনিক কেন্দ্র ও প্রকাশনালয়ের পক্ষ থেকে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সমূহ উপস্থাপন করা হয়েছে।
শারজাহর শাসক ‘সুলতান বিন মোহাম্মাদ আল কাশিম’ ৩৩তম আন্তর্জাতিক গ্রন্থ মেলা পরিদর্শন করেছেন। এসময়ে তাকে মূল্যবান পবিত্র কুরআন শরীফ ও অন্যান্য ইসলামিক গ্রন্থ তাকে অনুদান করা হয়।
এ পরিদর্শন কালে শারজাহর শাসক ‘সুলতান বিন মোহাম্মাদ আল কাশিম’ সাথে দুবাই মিডিয়া সংস্থার বিতরণ ও প্রিন্ট বিভাগের প্রধান মোহাম্মাদ বিন রাশিদের একান্ত সাক্ষাৎ হয়। এ সাক্ষাৎকারে মোহাম্মাদ বিন রশিদ বলেন: দুবাই মিডিয়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ইসলামী দেশে বিভিন্ন বর্ণমালায় প্রিন্ট কৃত পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বলাবাহুল্য, ‘২০১৪ সালে ইসলামী বিশ্বের রাজধানী; শারজাহ’ উপলক্ষে উক্ত আন্তর্জাতিক গ্রন্থমেলা এ শহরে ‘উকসাবু’ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের ৫৯টি দেশে হতে ২৫৬টি প্রকাশনা কেন্দ্র এ গ্রন্থ মেলায় অংশগ্রহণ করেছে। উক্ত গ্রন্থ মেলা ১৫ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1470850