কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পরিচালক ‘মনসুর বিন মোহাম্মাদ আল সামিহ’ সৌদি আরবের আওকাফ ও ইসলামী মন্ত্রণালয়ের নিকট জানিয়েছে: সৌদি আরবের বেশ কয়েকটি মিডিয়া সংস্থা ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ধারণ ও সরাসরি সম্প্রচার করার জন্য উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি বলেন: ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ নভেম্বরে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে শুরু হবে এবং ১৯শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
মনসুর বিন মোহাম্মাদ আরও বলেন: এটিই একমাত্র আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা যা মসজিদুল হারামের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরফলে জ্ঞানী মহল, বিজ্ঞাপন সংস্থা ও কুরআন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে।
বলাবাহুল্য, সৌদি আরবে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলেকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৯টি দেশে থেকে মোট ১৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।
1471181