IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সৌদি মিডিয়া সমূহ

23:38 - November 09, 2014
সংবাদ: 1471538
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলোকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সেদেশের বেশ কয়েকটি মিডিয়া সংস্থা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পরিচালক ‘মনসুর বিন মোহাম্মাদ আল সামিহ’ সৌদি আরবের আওকাফ ও ইসলামী মন্ত্রণালয়ের নিকট জানিয়েছে: সৌদি আরবের বেশ কয়েকটি মিডিয়া সংস্থা ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ধারণ ও সরাসরি সম্প্রচার করার জন্য উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি বলেন: ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ নভেম্বরে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে শুরু হবে এবং ১৯শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
মনসুর বিন মোহাম্মাদ আরও বলেন: এটিই একমাত্র আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা যা মসজিদুল হারামের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরফলে জ্ঞানী মহল, বিজ্ঞাপন সংস্থা ও কুরআন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে।
বলাবাহুল্য, সৌদি আরবে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলেকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৯টি দেশে থেকে মোট ১৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।
1471181

captcha