IQNA

রাশিয়ায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

21:38 - November 14, 2014
সংবাদ: 1473030
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার কারচে প্রজাতন্ত্রে ১১ই নভেম্বর কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রতিযোগিতা ১১ই নভেম্বর মঙ্গলবারে কারচা প্রজাতন্ত্রের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।
নবযুবক সহ ৪৩ জন অভিজ্ঞ কারি মোট পাঁচটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় উত্তীর্ণদেরকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয় এবং এ প্রতিযোগিতার প্রথম স্থানের অধিকারী ‘আলী সুলতান ঘাযঘাশফ’কে হজে যাওয়ার জন্য প্লেনের টিকিট দেওয়া হয়।
রাশিয়ার ককেশাসের উত্তরাঞ্চলে অবস্থিত কারচে প্রজাতন্ত্র এবং এ প্রজাতন্ত্রের রাজধানী চেরাক্সাক।
1472719

captcha