IQNA

অনলাইনে সরাসরি দেখা যাচ্ছে সৌদি আরবে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

22:05 - November 18, 2014
সংবাদ: 1474783
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সচিবালয়ের নিজস্ব ওয়েব সাইটে উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবে হেফজ, তেলাওয়াত এবং তাফসিরের আলোকে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে উক্ত প্রতিযোগিতার সচিবালয়ের নিজস্ব ওয়েব সাইটে ‘http://www.alquran.gov.sa’।
এছাড়াও এ ওয়েব সাইটে এ প্রতিযোগিতার আলোকে লিখিত ‘আদ-দৌলিয়া’ নামক ম্যাগাজিনও প্রকাশ করেছে এবং এ প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীর নামের তালিকাও এ সাইটে পরিদর্শন করা যাচ্ছে।
এ ওয়েবসাইটে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সর্বশেষ সংবাদ সহ এ প্রতিযোগিতার উদ্দেশ্য এবং অংশগ্রহণকারীদের শর্তাবলী উল্লেখ রয়েছে।
এ কুরআন প্রতিযোগিতা মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং পবিত্র কুরআনের শব্দের অর্থ ও তার ব্যাখ্যা, তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ১৫ পারা কুরআন হেফজ এবং তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ৫ পারা কুরআন হেফজ। এরমধ্যে চতুর্থ বিভাগ তথা তাজবিদ এবং সুন্দর উচ্চারণ সহকারে ৫ পারা কুরআন হেফজ শুধুমাত্র অ-মুসলিম দেশের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য, উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা ১৫ই নভেম্বর শুরু হয়েছে। বিশ্বের ৫৯টি দেশের মোট ১৩৮ জন অংশগ্রহণকারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
1474435

captcha