IQNA

7:25 - November 03, 2009
সংবাদ: 1843953
কুয়েত সেন্টার অব ইসলামিক আর্টস ও ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে ইসলামী চিত্রকলা প্রদর্শনী ও ইসলামী শিল্পকর্মের ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
খলিল রসুলি, ইসরাফিল শারজি ও আব্বাস আকাভেইন ক্যালিগ্রাফিসহ ইরানী চিত্রশিল্প প্রদর্শন করবেন এবং আলী রেজা আগামিরি ও ড. সাঈদ সোনবলি এমিয়েচার ও ইলউমিনেশন ডিসপ্লে করবেন। এ প্রদর্শনী চলবে আগামী ৫ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত।
কুয়েতের নতুন প্রজন্মের কাছে ইসলামী চিত্রকলা পরিচিত করে তুলতে কুয়েত প্রতিবছর এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে। # 484444
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: