IQNA

তাতার-স্থানে পৃথিবীর সর্ব বৃহৎ কোরআন প্রদর্শনী

23:41 - November 17, 2011
সংবাদ: 2223894
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার স্বাধীন প্রজাতন্ত্র দেশ, তাতার-স্থানের রাজধানী কাজানে ১৭-ই নভেম্বর বৃহস্পতিবার, পৃথিবীর সর্ব বৃহৎ কোরআন প্রদর্শনী হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), «iqraaint» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: ৬৩২ পৃষ্ঠা বিশিষ্ট এই পবিত্র কোরআনটি ২০০ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৫০ সেন্টিমিটার প্রস্থ।
ইটালিতে, স্লোভেনিয়া কোম্পানির সাহায্যে এই পবিত্র কোরআনটি তৈরি করা হয়েছে যার ওজন ৮০০ কেজি এবং এই পবিত্র কোরআনটি তৈরির ক্ষেত্রে চামড়া, স্বর্ণ রৌপ্য, ফিরোজা পাথর, জ্যসপার এবং অন্যান্য মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে।
এই বৃহৎ কোরআন শরীফটি তৈরির ক্ষেত্রে দশ লক্ষ্য ইউরোর বেশী খরচ হয়েছে।
পৃথিবীর সর্ব বৃহৎ কোরআন শরীফটি কাজান শহরে প্রদর্শনীর পর বুলগেরিয়ায় প্রেরণ করা হবে।
#899140
captcha