‘AIMIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান আহলে বায়েত ইসলামিক পরিষদ, লন্ডন ইসলামিক সেন্টার এবং বানি-হাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩য় থেকে ৬ষ্ঠ জানুয়ারি পর্যন্ত লন্ডন ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘ঈসা জাহাঙ্গীর’ ইমাম হোসাইনের (আ.) জীবনীর আলোকে বিশেষ বক্তৃতা পেশ করবেন।
এছাড়াও লন্ডন ইসলামিক সেন্টারে ১১ই ও ১২ই জানুয়ারিতে পর্যায়ক্রমে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.) এবং ইমাম আলী ইবনে মুছা আল-রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন হবে।
1160943