IQNA

থাইল্যান্ডে ইমাম হোসাইন (আ.)এর চেহলাম পালিত

3:38 - January 04, 2013
সংবাদ: 2474918
সামাজিক বিভাগ: থাইল্যান্ডের শিয়ার ইমাম হোসাইন (আ.)এর চল্লিশা আগমনে ৩য় জানুয়ারিতে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী সহকার এদেশের সকল প্রান্তে শিয়াদের মসজিদ এবং হোসাইনিয়াতে ইমাম হোসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ব্যাংককে ঈশার নামাজের পর ইমাম জামান (আ.) মসজিদ এবং ইমাম আলী (আ.) মসজিদে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও এদেশে বসবাস কৃত ইরানী অধিবাসীরা ৩য় জানুয়ারিতে স্থানীয় সময় রাত্র ৮ ঘটিকায় ব্যাংককের বেলায়েত হোসাইনিয়াতে থাইল্যান্ডই শিয়াদের সঙ্গে বিশেষ শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

উক্ত শোকানুষ্ঠান পবিত্র কোরআন এবং জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হয়েছে এবং পরবর্তীতে মসজিদের খতিব ইমাম হোসাইন (আ.)এর অন্তিম বিপ্লব এবং কারবালার বানী বাহক ইমাম সাজ্জাদ (আ.) এবং হযরত যায়নাব (আ.)এর সাহসিকরা বর্ণনা দিয়ে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1165344
captcha