IQNA

ইরানের নির্বাচন নিয়ে শত্রুরা ষড়যন্ত্র করছে : সর্বোচ্চ নেতা

22:24 - January 08, 2013
সংবাদ: 2477577
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের বিপুল অংশগ্রহণ ঠেকানোর জন্য শত্রুরা নানা হঠকারি ততপরতা চালাচ্ছে।
newsmediabd এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র কোম শহরের হাজার হাজার নাগরিকের এক সমাবেশে মঙ্গলবার এ মন্তব্য করেছেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।
তিনি বলেছেন, “আসছে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ঠেকানো শত্রুদের অন্যতম ষড়যন্ত্র, আর এ জন্য তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে হঠকারি পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। কিন্তু, বিচক্ষণ ইরানি জাতি শত্রুদের এসব ষড়যন্ত্রে প্রতারিত হবে না।”
সর্বোচ্চ নেতা আরো বলেন, নানা নিষেধাজ্ঞা চাপিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইরানি জাতিকে ভীত-সন্ত্রস্ত করতে চেয়েছে এবং ইরানি কর্মকর্তাদেরও নীতি পরিবর্তনে বাধ্য করার ষড়যন্ত্র করেছে, কিন্তু মুসলিম এই জাতি এসব বাধার ফলে আগের চেয়েও বেশি প্রতিরোধকামী হয়েছে।#
captcha