IQNA

মাদ্রাসা নির্মাণে স্বাগত জানল ব্রিটিশ মুসলমান

14:29 - January 11, 2013
সংবাদ: 2478665
সামাজিক বিভাগ: ব্রিটেনের ‘ইস্তাফোরদাশির’ শহরের মুসলমানেরা তাদের সন্তানদের ‘ইকরা’ নামক মাদ্রাসার ভর্তি করানোর জন্য সন্তানদের নাম নথিভুক্ত করে এই মাদ্রাসার প্রতি সমর্থন জানিয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ইস্তাফোরদাশির’ শহরের মুসলিম কর্মী ৭ম জানুয়ারিতে এক বিবৃতিতে জানিয়েছে, আশাকরি এই মাদ্রাসার নির্মাণকর্ম সফলভাবে সম্পন্ন হবে। এই শহরের মুসলিম নাগরিক এবং ব্যবসায়ীরা ‘ইকরা’ মাদ্রাসা নির্মানকর্ম এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক ভাবে সহযোগিতা করছে।

এছাড়াও ‘ইস্তাফোরদাশির’ শহরের মুসলমানেরা গত সপ্তাহে মাদ্রাসার নির্মানকর্ম সম্পন্ন হওয়ার জন্য নগদ সাহায্য এবং জেলা কর্মকর্তার সাহায্যের আহ্বান জানিয়েছে।

‘ইস্তাফোরদাশির’ শহরের মুসলমানেরা সন্তোষ প্রকাশ করে বলেছে, এ কাজের জন্য এদেশে ধর্মের সকল বিভেদ ভেঙ্গে যাবে।
1168232
captcha