কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’ রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ, করাচী, মুলতান, জাহনাগ এবং কুয়েটা শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা এই বিক্ষোভের মাধ্যমে পাক সরকারের নিকট এদেশে বিশেষ করে কুয়েটা শাহরে সন্তাসীদের এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এছাড়াও পাকিস্তানের বিভিন্ন শহরে রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা কুয়েটা শহরের বিক্ষোভ মিছিলে নাশকতামূলক বোমাবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে এবং মুসলিম ঐক্য সংস্থার পক্ষ থেকে সহস্রাধিক শিয়ারা রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ করেছে।
মুসলিম ঐক্য পার্টীর এক সদস্য জানিয়েছে, যদি সরকার ১৩ই জানুয়ারি তথা রবিবার পর্যন্ত শিয়াদের ডাকে সাড়া না দেয় তাহলে শিয়ার পাকিস্তানের প্রতিটি শহরে একযোগে বিক্ষোভ করবে।
1170291