‘peopledaily’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় সন্ত্রাসী হামলায় প্রায় ৩০০ জনের মত নিহত এবং আহত হয়েছে। এ কারণে পাকিস্তানের প্রধান মন্ত্রী ‘রাজা পারভেজ আশরাফ’ বেলুচিস্তান প্রদেশর মন্ত্রীকে ১৪ই জানুয়ারি তথা সোমবার বরখাস্ত করেছে।
বেলুচিস্তানের মন্ত্রী নওয়াব আসলাম রাইসানিকে বরখাস্ত করে তার জায়গায় জুলফিকার আলী মাগাসিকে নিয়োগ করা হয়েছে।
পাকিস্তানি মুসলিম অধিবাসীর বিক্ষোভ এবং প্রতিবাদের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শিয়া অধিবাসীরা বিক্ষোভের মাধ্যমে ঘোষণা করেছে যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে পাক সরকার কোন পদক্ষেপ নেবে না ততক্ষণ পর্যন্ত শহীদদের লাশ দাফন করবে না।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবারে তিনটি বিস্ফোরণে মাধ্যমে ১২৯ জন শহীদ এবং ২৮০ জন আহত হয়েছে। একারণে এদেশের ইসলামিক সংগঠনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পাক সরকারের নিকট এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছে।
1171172