‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশে রাজ্যে নির্বাচন আগমনে এদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম কংগ্রেস পার্টি নিজেদের ভোট বৃদ্ধি হওয়ার জন্য মুসলমানদের সন্তুষ্টি করার চেষ্টা করছে।
উত্তর প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস দল গত নির্বাচনে মুসলমানদের সমর্থনে অভাবে বহু ভোটে পরাজিত হয়েছে।
ভারতের জাতীয় কংগ্রেস পার্টির শিল্পমন্ত্রী ‘Sriprakash Jaiswal’ উত্তরপ্রদেশ রাজ্যের কেন্দ্রীয় শহর লাখনা শহরের মুসলমানদের শিক্ষা এবং অবস্থা উন্নতির উপর গুরুত্ব দিয়েছে।
শিল্পমন্ত্রী এ শহরের মুসলমানদের বিভিন্ন সংগঠন এবং সংখ্যালঘু অন্যান্য ধর্মের বিভিন্ন সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করছে।
ভারতে প্রদেশগুলোর মধ্যে উত্তর প্রদেশ একটি জনবহুল প্রদেশ এবং এই প্রদেশে মুসলমানদের সংখ্যা সবথেকে বেশী।
ভারত, মূলত হিন্দু প্রধান দেশ এবং এদেশে মুসলমানের সংখ্যা ১৪ কোটির অধিক।
1172499