IQNA

কানাডার উত্তর অঞ্চলের মুসলমানদের নতুন মসজিদ

23:12 - January 21, 2013
সংবাদ: 2484107
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : কানাডার উত্তর অঞ্চলের মুসলমানরা নুনাভাট শহরের ইসলামি কেন্দ্রের সহযোগিতায় নতুন একটি মসজিদ চালু করতে সক্ষম হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কানাডার উত্তর অঞ্চলের সর্বপ্রথম এ মসজিদটি এ অঞ্চলের মুসলমানদের উদ্যোগে চালু করা সম্ভব হয়েছে, যাতে ইসলাম ধর্মের অনুসারীরা বিনাবাধায় তাদের ইবাদত ও ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করতে পারে।
এ অঞ্চলের ধর্মীয় আলেম সৈয়দ আসিফ আলী আজ ২১শে জানুয়ারী ঘোষণা করেছেন : এ অঞ্চলে সংখ্যালঘু মুসলমানদের এ পদক্ষেপে এ অঞ্চলের অন্যান্য সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় অবাক হয়েছে, আর এ বিষয়টি শুধুমাত্র ইসলামি ঐক্য ও ভ্রাতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এ শহরে মোট ৩৩ হাজার লোকের বসবাস; এর মধ্যে প্রায় ২০০ জন হচ্ছেন মুসলমান।#1175294
captcha