IQNA

৯/১১’র হামলার পর ৩৫ হাজার পাকিস্তানি মারা গেছে

23:17 - January 25, 2013
সংবাদ: 2485798
আন্তর্জাতিক বিভাগ: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর এ পর্যন্ত ৩৫ হাজার পাকিস্তানি মারা গেছে। পাকিস্তানের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে লাহোর টাইমস এ খবর দিয়েছে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পত্রিকাটি জানিয়েছে, আমেরিকায় হামলার পর পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা ও তালেবান গেরিলাদের আত্মঘাতী হামলায় এসব মানুষ মারা গেছে। তবে, পাকিস্তানের অভ্যন্তরে সেনাবাহিনীর অভিযানে যেসব মানুষ মারা গেছে তাও এ হিসাবের মধ্যে আনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

এর মাঝে দেশটিতে নতুন করে জোরদার হয়েছে সাম্প্রদায়িক হামলা। পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের ওপর সম্প্রতি হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এসব হামলার পেছনে পশ্চিমা বলদর্পী শক্তি বিশেষ করে আমেরিকা জড়িত বলে অনেকে অভিযোগ তুলেছেন।

পাকিস্তানে গত বছর সাম্প্রদায়িক হামলায় অন্তত দু'হাজার মানুষ মারা গেছে।

২০০১ সালে আমেরিকায় কথিত ষড়যন্ত্রমূলক হামলার পর ওয়াশিংটন সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে হামলা চালায়। ওই হামলার প্রতি সমর্থন দিয়েছিল ততকালীন পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ।#রেডিও তেহরান

captcha