IQNA

ঈদে মিলাদুন্নবীর নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে মোবাইল সার্ভিস বন্ধ

18:21 - January 26, 2013
সংবাদ: 2486512
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের লাহোরসহ ছোট-বড় ২৭টি শহরে আজ সকাল ১০টা থেকে মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সার্ভিস রাত ৮ পর্যন্ত বন্ধ থাকবে বলে পাকিস্তান টেলিকম্যুনিশন কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এ ছাড়া, সিন্ধু প্রদেশের করাচি, লারকানাসহ আরো কয়েকটি শহরে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল সার্ভিস বন্ধ থাকবে। একইভাবে বন্ধ থাকবে কোয়েটাতেও।
উগ্রবাদীরা বোমার বিস্ফোরণ ঘটাতে মোবাইল ফোন ব্যবহার করছে উল্লেখ করে গত আগস্টে ঈদ-উল-ফিতরের সময় প্রথম মোবাইল সেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখে পাকিস্তান সরকার।
আমেরিকায় ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের বিরুদ্ধে সেপ্টেম্বরে পাকিস্তানব্যাপী বিক্ষোভের সময় দ্বিতীয়বার একই পদক্ষেপ নেয়া হয়।
তবে, পবিত্র মহরম মাসে নিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল ফোনের পাশাপাশি ওয়্যারলেস ফোনের সেবাও বন্ধ রাখা হয়।
এ ছাড়া, পাকিস্তানে বিভিন্ন সময় মোটর সাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।#
captcha