বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ‘মহানবী (স.); এক মুসলিম উম্মাহ’র স্বকীয়তার প্রতীক’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ইরানের প্রেসিডেন্ট এ সম্মেলনের উদ্বোধন করেন।
এতে ইরানের প্রেসিডেন্ট এবং এদেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বগণসহ বিশ্বের ১২০টি দেশের ব্যক্তিত্বগণ ‘ইসলামি মাযহাবসমূহের একত্রীকরণ পরিষদে’র আহবানে তেহরানে উপস্থিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট, আয়াতুল্লাহ আরাকী, আলী আকবার বেলায়েতি, ইরাকের সৈয়দ আম্মার হাকিম, ফেরদৌস আশিক আওয়ান ও ইব্রাহিম জাফারী বক্তব্য রাখেন। এতে বিশিষ্ট মারজা আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজী’র বাণী পড়ে শোনানো হয়।
দুইদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন মুসলিম বিশ্ব ও মুসলমানদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, এ সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিগণ আগামীকাল মঙ্গলবার -২৯শে জানুয়ারী) হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র সাথে সাক্ষাত করবেন।#1178382