IQNA

উগ্রতার মোকাবেলায় কাজাখস্তানে স্কুলের পাঠ্য পুস্তক পরিবর্তন

22:38 - January 30, 2013
সংবাদ: 2488823
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : কাজাখস্তানের শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ধর্মভিত্তিক উগ্রবাদীতা মোকাবেলার লক্ষ্যে প্রতিটি ক্লাসের ধর্ম পরিচিতি বই নতুনভাবে প্রকাশিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাজাখস্তানের শিক্ষামন্ত্রী গতকাল –মঙ্গলবার, ২৯শে জানুয়ারী- উক্ত তথ্য দিয়ে বলেন, ধর্ম পরিচিত ক্লাসের গ্রন্থ প্রস্তুত করার দায়িত্ব বর্তমানে কোন এক ব্যক্তির দায়িত্বে নয় বরং সরকারী স্কুল পরিষদের মাধ্যমে লেখা ও প্রস্তুত করা হয় এবং সবচেয়ে উত্তম বইটি ছাত্রদের হাতে তুলে দেয়া হয়।
তিনি বলেন : বিভিন্ন দলের উগ্রতাবাদী পদক্ষেপের বিষয়টি মাথায় রেখে, যতদ্রুত সম্ভব ধর্ম পরিচিতি গ্রন্থ নতুনভাবে প্রকাশ করা হবে।#1179969
captcha