IQNA

পাকিস্তানের বিভিন্ন শহরে মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

19:10 - February 04, 2013
সংবাদ: 2491414
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পাকিস্তানের করাচী শহরের ‘খাইরুল আমাল’ ফাউন্ডেশনের উদ্যোগে এদেশের বিভিন্ন শহরে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের পাঞ্জাব প্রদেশে ৭টি এবং খায়বার পাখতুনখাহ প্রদেশে ৩টি, সিন্ধু প্রদেশে একটি, ইসলামাবাদে একটি এবং বালুচিস্তান প্রদেশে দু’টি মসজিদ নির্মাণের পদক্ষেপ নিয়েছে।
এ সকল মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর দেশের অপর স্থানসমূহে আরো ১৮টি মসজিদ নির্মাণ করা হবে।
সর্বোত্তম আমল তথা নামায কায়েম করা এবং কুরআন ও ইসলামি শিক্ষার উপর আমল করার প্রতি জনগণকে নির্দেশনা দানের উদ্দেশ্যে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা।
বলাবাহুল্য, খায়রুল আমাল ফাউন্ডেশন এদেশের মজলিশে ওয়াহদাতে মুসলিমের সাথে সম্পৃক্ত। ধর্ম, সংস্কৃতি ও সামাজিক অঙ্গন বিভিন্ন তত্পরতা রয়েছে সংস্থাটির।#1182537
captcha