বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অনুষ্ঠানের শুরুতে ‘আনওয়ারুল হুদা জাফারিয়্যাহ’ মাদ্রার অধ্যক্ষ বক্তব্য রাখেন। তিনি আমেরিকাকে বড় শয়তান আখ্যায়িত করে বলেন : ইসলামের শত্রুরা মুসলমানদের পবিত্র বিষয়াদির প্রতি অবমাননা এবং বিভিন্ন ইসলামি মাযহাবের মাঝে বিদ্যমান ক্ষুদ্র পার্থক্যকে কাজে লাগিয়ে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
জনাব নাজমুল হাসানাইন বলেন : মুসলমানদের উচিত সতর্ক থাকা এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে পরিত্যাগ করে আমাদের মাঝে বিদ্যমান যৌথ বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া। পবিত্র কুরআন –যা সমগ্র মানবজাতির পথ প্রদর্শক স্বরূপ-, কেবলা –সকল মুসলমানদের জন্য যা একই- এবং মহানবী (স.) এবং তাঁর আহলে বাইত (আ.) কে আঁকড়ে ধরার মাধ্যমে শত্রুদের বিপক্ষে বিজয়ী হওয়া সম্ভব।#