IQNA

ভারতে ‘মুসলিম নারীর স্থান’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

23:05 - February 11, 2013
সংবাদ: 2494939
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘মুসলিম নারীর স্থান এবং তাদের সম্মুখে বিদ্যমান সমস্যাবলি দূর করার উপায়’ শীর্ষক সম্মেলন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরের প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘বাযমে উর্দু’ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সম্মেলন আজ –সোমবার, ১১ই ফেব্রুয়ারী- স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় এতে আলেমগণ, ইসলামি চিন্তাবিদগণ এবং বিপুল পরিমাণে সাধারণ মুসলিম নারীগণ উপস্থিত ছিলেন।
লাখনৌ শহরের প্রখ্যাত ক্বারীর তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন হয়। এর পর জনাবা সালমা, জনাবা পারভিন, জনাবা সুলতানা বেগম বক্তব্য রাখেন।#1186297
captcha