IQNA

শিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়েটা সেনাবাহিনী মোতায়েন

22:10 - February 21, 2013
সংবাদ: 2500323
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে উগ্রতাবাদী সন্ত্রাসীদের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভের ফলশ্রুতিতে সরকার কোয়েটা শহরে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তান সরকার গতকাল মঙ্গলবার পাঁচ সদস্যের একটি দলকে কোয়েটা প্রেরণ করে হাজারা গোত্রের শিয়াদের দাবী পূরণ করেছে এবং এ শহরের নিরাপত্তার দায়িত্ব সামরিক বাহিনী’র উপর অর্পন করেছে।
সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর গতকাল হতে এ অবধি ‌‌১০ জন সন্ত্রাসীকে হত্যা এবং এ রাজ্যের ২০০ জন সন্ত্রাসীকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
কোয়েটায় সেনাবাহিনী মোতায়েনের পর পাকিস্তানের জনগণের মনে শান্তি ফিরে এসেছে এবং এ শহরের শিয়ারা সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেওয়া ও চিহ্নিত করার বিষয়ে সহযোগিতা করছে।
উল্লেখ্য, পাকিস্তানের করাচী, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, লাহোর, মুলতান ও পেশাওয়ারের জনগণ সন্ত্রাসীদের বিরোধী বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় সরকার পাকিস্তানের সাধারণ মুসলমানদের বিশেষতঃ শিয়া মুসলমানদের দাবী মানতে বাধ্য হয়েছে।#1191805
captcha