IQNA

পাকিস্তানের ‘ফালাহ’ ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর ৩৫ হাজার রোগী’র চিকিত্সা সেবা দেয়

20:03 - February 26, 2013
সংবাদ: 2503060
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পাকিস্তানের ৫টি হাসপাতাল ও ক্লিনিকের আওতায় প্রতিবছর ৩৫ হাজার লোক পাকিস্তানের ‘ফালাহ’ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে চিকিত্সা সেবা গ্রহণ করে থাকে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ঔষধ সংগ্রহ, চিকিত্সকের ভিজিট ও হাসপাতাল ফি এ দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ হতে প্রদান করা হয়ে থাকে এবং সেবা গ্রহণকারীরা মোট খরচের শুধুমাত্র ৫% প্রদান করে থাকেন।
এ দাতব্য সংস্থার হাসপাতাল ও ক্লিনিকসমূহে সাধারণ স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক সেবা দান এবং শিশু ও বয়স্ক বিভাগ চালু রয়েছে। চক্ষু, হৃদরোগসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীরা এ সকল হাসপাতাল ও ক্লিনিক হতে চিকিত্সা সেবা লাভ করে থাকেন।
ফালাহ ইসলামিক ফাউন্ডেশন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আরো কিছু সংখ্যক হাসপাতাল ও ক্লিনিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।#1195032
captcha