IQNA

কাজাখস্তানে ওয়াহাবীপন্থী তাবলিগ জামাতের তত্পরতার উপর নিষেধাজ্ঞা আরোপ

20:44 - February 28, 2013
সংবাদ: 2503894
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ওয়াহাবীপন্থী তাবলিগ জামাতের তত্পরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কাজাখস্তান আদালত।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাজাখস্তানের রাজধানী আস্তানার ‘সারি আরিক’ আদালত গত মঙ্গলবার (২৬শে ফেব্রুয়ারী) এ রায় দিয়েছে।
ওয়াহাবীপন্থী তাবলিগ জামাত এদেশে বিভ্রান্তকারী আকিদার প্রসার ঘটাচ্ছে এছাড়া এদেশের আম জনতার মাঝে বিশেষভাবে কিশোর ও যুবকদের মাঝে বিভিন্ন ভ্রান্ত চিন্তার প্রচার চালাচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে।
বলাবাহুল্য, ইতিপূর্বে উজবেকিস্তান ও তাজিকিস্তানেও ওয়াহাবীপন্থী উগ্রতাবাদী এ দলটির তত্পরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।#1195888
captcha