বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নতুন বছর শুরু হতে না হতেই পাকিস্তানের শিয়া মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারী মাসের প্রথম দিকে কোয়েটা শহরে এক হামলায় ৯০ জন শহীদ এবং অপর ১৫০ জন আহত হয়।
ফেব্রুয়ারী মাসে বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে হাজারা শিয়াদের উপর চালানো হামলায় ১১৬ জন শহীদ হয় এবং ২ শতাধিক ব্যক্তি আহত হয়।
গত রবিবার -৩রা মে- করাচী’র আব্বাস টাউন এলাকায় বোমা বিস্ফোরণে প্রায় ৬০ ব্যক্তি শহীদ হয়েছে এবং অপর দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান সরকার এসব সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কোন দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, কিছু কিছু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং কিছুদিন পর তাদেরকে মুক্তি দিচ্ছে। এরই প্রতিবাদে পাকিস্তানের মুসলিম সমাজ আগামীকাল শুক্রবার সারাদেশ ব্যাপী বিক্ষোভ পালন করবে।#1199923