IQNA

মুসলমান হলেন ক্রিমিয়া’র কৃষিমন্ত্রী

8:47 - May 09, 2013
সংবাদ: 2530753
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রী ক্রিমিয়ার কৃষি ও খাদ্যমন্ত্রী ভ্যালেরী ক্রাভেট্‌জ গত সোমবার -৬ই মে- শাহাদাতাইন পাঠ করার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তিনি দীর্ঘদিন গবেষণা ও অনুসন্ধানের পর ইসলাম ধর্মের সত্যতার বিষয়টি অনুধান করেন। অতঃপর শাহাদাতাইন পাঠ করার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বলাবাহুল্য, ক্রিমিয়ার কৃষি ও খাদ্য মন্ত্রী ইউক্রেনের ধর্নাঢ্য ব্যক্তিত্বদের একজন।#1224234
captcha