IQNA

নির্বাচিত হল নাইজেরিয়ান মুসলমানদের নতুন নেতা

0:30 - May 12, 2013
সংবাদ: 2531787
রাজনৈতিক বিভাগ: নাইজেরিয়ায় ভোটে মাধ্যমে মুসলমানদের নতুন নেতা নির্বাচিত হয়েছে।

আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ান মুসলমানদের ভোটের ফলাফলের উপর ভিত্তি করে এদেশের মুসলমানেরা ‘Oloyede’কে নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে।

উল্লেখ্য যে, নাইজেরিয়ার সাবেক মুসলিম নেতা ‘Abdullateef Adegbite’ গত বছর মরহুম হয়েছেন। এদেশের মুসলমানেরা, নতুন নেতা ‘Oloyede’কে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্যের জন্য দোয়া করেছে।
1226154

captcha