আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ান মুসলমানদের ভোটের ফলাফলের উপর ভিত্তি করে এদেশের মুসলমানেরা ‘Oloyede’কে নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে।
উল্লেখ্য যে, নাইজেরিয়ার সাবেক মুসলিম নেতা ‘Abdullateef Adegbite’ গত বছর মরহুম হয়েছেন। এদেশের মুসলমানেরা, নতুন নেতা ‘Oloyede’কে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্যের জন্য দোয়া করেছে।
1226154