IQNA

সুইডেনে এতেকাফ অনুষ্ঠিত হবে

7:56 - May 12, 2013
সংবাদ: 2531802
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আধ্যাত্মিক ধর্মীয় কর্মসূচী এতেকাফ, আগামী ১৩ই রজব স্টকহোমে অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগে শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমাম আলী (আ.) কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩ দিন ব্যাপী আয়োজিত এতেকাফে সুইডেনে রাজধানী স্টকহোম শহরের ধর্মপ্রাণ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
এতেকাফে অংশগ্রহণের মাধ্যমে অশেষ সওয়াব হাসিলে ইচ্ছুক সকলকে আধ্যাত্মিক এ কর্মসূচীতে অংশগ্রহণের প্রতি আহবান জানিয়েছে কেন্দ্রটি।#1225818
captcha