IQNA

ব্রিটেনে ইমাম খোমেনী (রহ.)-এর স্মৃতিচারণ সম্মেলন

8:04 - May 12, 2013
সংবাদ: 2531806
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘একবিংশ শতাব্দিতে ইমাম খোমেনী (রহ.) এর নীতির প্রভাব’ শীর্ষ সম্মেলন আগামী ২রা জুন ‘ইসলামি সেন্টার অব ইংল্যান্ড’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (ইউরোপ প্রতিনিধি) : বাত্সরিক এ সম্মেলন ইমাম খোমেনী (রহ.) এর ওফাত বার্ষিকী উপলক্ষে, মহান এ ব্যক্তিত্বের স্মৃতিচারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিট হতে সন্ধ্যা ৭ টা নাগাদ অব্যাহত থাকবে সম্মেলনের কর্মসূচী।
প্রসঙ্গত, ইংরেজি ভাষায় আয়োজিত এ সম্মেলন বিষয়ক বিস্তারিত তথ্য আগামীতে ঘোষণা করা হবে।#1225898
captcha