বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল রোববার (২৬শে মে) জার্মান সরকারের নিকট মসজিদসমূহের নিরাপত্তার দাবী জানিয়েছে এদেশের মুসলমানরা।
এরই ধারাবাহিকতায় জার্মানীর মুসলিম বিষয়ক কার্যালয়ের মুখপাত্র আইমান মাইযাক এক সাক্ষাতকারে বলেছেন : এ ধরনের হামলা দিনের পর দিন বেড়েই চলেছে। এ বিষয়টি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং গোটা জার্মান সমাজের জন্য হুমকি স্বরূপ।
উল্লেখ্য, জার্মানীর বিভিন্ন প্রদেশের ৪টি মসজিদ গত এক মাসে হামলার শিকার হয়েছে।#1233847