IQNA

হযরত যয়নাব (সা. আ.) এর পবিত্র মাযার শরীফে হামলার তীব্র নিন্দা জানাল ইরানী পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র

14:36 - July 21, 2013
সংবাদ: 2564719
চিন্তা বিভাগ: ইরানী পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র সায়্যেদ আব্বাস আরাকচী হযরত যয়নাব (সা. আ.) এর পবিত্র মাযার শরীফে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র সায়্যেদ আব্বাস আরাকচী গত শুক্রবার তথা ১৯শে জুনে হযরত যয়নাব (সা. আ.) এর পবিত্র মাযার শরীফে জিয়ারতকারী এবং নামাজীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিকট মানবাধিকার বিরোধী সকল কর্মের প্রতি আন্তর্জাতিক বিধি প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
1260685
captcha