IQNA

মিশরে ২০০ বছরের প্রাচীন ক্ষুদ্রতম কোরআন আবিস্কার + ছবি

22:58 - April 16, 2016
সংবাদ: 2600621
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ক্ষুদ্রতম কোরআন করিম মিশরের আসিতু শহরে আবিস্কৃত হয়েছে। কোরআনটি ওসমানি শাসনামলের।
মিশরে ২০০ বছরের প্রাচীন ক্ষুদ্রতম কোরআন আবিস্কার + ছবি
বার্তা সংস্থা ইকনা: ড. সাইয়্যেদ আহমাদ কাসেম এই কোরআনের মালিক বলেন, এই পবিত্র কোরআনটি আমার দাদা আমার বাবাকে দিয়েছিলেন এবং তার কাছ থেকে আমি পেয়েছি। এই প্রাচীন কোরআনটির বয়স ২০০ বছর এবং ওসমানি শাসনামলের প্রথম দিকে চা প্রকাশিত হয়।

কাসেম বলেন: কোরআনটির দৈর্ঘ ২.৫০ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি এবং মোট হচ্ছে ২ ইঞ্চি। আর এ জন্যই এই কোরআনটি বিশ্বের ক্ষুদ্রতম কোরআন হিসাবে চিহ্নিত হয়েছে।

ড. সাইয়্যেদ আহমাদ কাসেম বলেন: এই পবিত্র কোরআনটিকে ওসমানি আমলের ছিল-মোহর রয়েছে, কভারটি স্বর্ণ দিয়ে প্রলেপ দেয়া ও সজ্জিত। কোরআনটির শেষে কোরআন খতমের দোয়া আরবি এবং তুর্কি ভাষায় লেখা রয়েছে। কোরআনটির ভিতর একটি অনুভিক্ষন যন্ত্র রয়েছে যা দিয়ে কোরআনটি পড়া সম্ভব এবং এই হিসাবে কোরআনটি পরিপূর্ণ এবং তার মধ্যে সবগুলো সূরা রয়েছে।

ইন্টারনেট সূত্রে বলা হয়েছে এই ধরণের ৭টি কোরআন পৃথিবীতে রয়েছে তবে ধারণা করা হচ্ছে এইটই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোরআন।

iqna






ট্যাগ্সসমূহ: মিশরে ، কোরআন
captcha