IQNA

সৌদি আরব আরও ১৪ জন শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে

22:36 - June 01, 2016
সংবাদ: 2600884
আন্তর্জাতিক ডেস্ক: রাজতন্ত্রী সৌদি আরব সন্ত্রাসবাদের অভিযোগ দেখিয়ে কাতিফ প্রদেশের ১৪ জন শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে অন্যায়ভাবে ১৪ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনকে কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির একটি আদালত।

অভিযুক্তদের একজন আইনজীবী বলেন: আরো ৯ জনকে ৩ থেকে ১৫ বছরের কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১১ সালে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ শিয়া মুসলমানদের উপর নির্মম হামলা চালায় কিন্তু এখন তারা নিজেরাই উল্টো শিয়াদেরকে সন্ত্রাসের অভিযোগে দণ্ড দিচ্ছে।

সৌদি মোট জনসংখ্যার শতকরা প্রায় ১০ থেকে ১৫ শতাংশ শিয়া যাদের অধিকাংশই প্রধানত পূর্ব প্রদেশে অবস্থিত কাতিফ এবং আওয়ামিয়াতে জীবন-যাপন করেন।

আর এই এলাকাকে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল উত্তোলনের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়।

Iqna


ট্যাগ্সসমূহ: সৌদি আরব ، শিয়া
captcha