IQNA

তাজিকিস্তানের ইসলামী নেতৃবৃন্দের জন্য কঠিন কারাদণ্ড

23:18 - June 04, 2016
সংবাদ: 2600904
আন্তর্জাতিক ডেস্ক: তাজিক সরকার দেশের একটি ইসলামি দলের ১৩ জন নেতাকে যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।


বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের কিছু কর্মকর্তা বৃহস্পতিবার, সেদেশের রাজধানী দুশানবেতে ঘোষণা করেছে, ইসলামী আন্দোলনের দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১১ জনকে ২৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রুদ্ধদ্বার এই বিচারের ফলাফল সম্পর্কে তাজিকিস্তান সরকার এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নি।

দণ্ডপ্রাপ্তদের একজনের স্ত্রী, বলেন: দলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী খালিত এবং আমার স্বামীকে দলের ভাইস প্রেসিডেন্ট যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ, বিশেষজ্ঞদের মতে, মোহাম্মাদ আলী খালিতক মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার সুরক্ষার জন্য পরিচিত।

দলের যে সকল নেতাদেরকে গত বছর অক্টোবর আটক করা হয়েছে তাদের বিচারে ২০১৬ র ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। তাদেরকে ২০১৫ সালের সেপ্টেম্বর আক্রমণের কারণে অভিযুক্ত করা হয়েছে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের মাধ্যমে ক্ষমতা দখল করার করার চেষ্টা করেছিলেন।

সরকারি বাহিনী ও বিদ্রোহী ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর সমর্থকদের মধ্যে দুই সপ্তাহ সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক নিহত হয়।

তাজিকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই দেশের হাজার হাজার নাগরিক ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগদান করেছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইসলামী ، নেতাদেরকে
captcha