IQNA

জেন নিন আজ যে সকল দেশে ঈদুল ফিতর পালিত হচ্ছে/ সৌদি আরবে আগামীকাল ঈদুল ফিতর

17:44 - July 05, 2016
সংবাদ: 2601134
আন্তর্জাতিক ডেস্ক: বলকান ও ইউরোপি ফতোয়া কাউন্সিলের অন্তর্গত দেশসমূহ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আজ (৫ জুলাই) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
জেন নিন আজ যে সকল দেশে ঈদুল ফিতর পালিত হচ্ছে/ সৌদি আরবে আগামীকাল ঈদুল ফিতর

বার্তা সংস্থা ইকনা: আরবি ও ইসলামী দেশ সমূহে আগামী কাল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। অর্থাৎ আজ সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। কিন্তু তুরস্ক, মৌরিতানিয়া ও রাশিয়া সহ বলকানের অন্তর্গত দেশসমূহ আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

ইউরোপের গবেষণা ও ফতোয়া কাউন্সিল এবং ইউরোপের আয়েম্মা জামায়াত ও মুবাল্লিগ অ্যাসোসিয়েশন আজ ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

মৌরিতানিয়া আরব দেশসমূহের মধ্যে একমাত্র দেশ, যেখানে সেদেশের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, চলতি বছর ২৯টি রোজা হবে এবং সেই অনুপাতে আজ মৌরিতানিয়া ঈদুল ফিতর পালিত হচ্ছে।

মিসর, সৌদি আরব, ফিলিস্তিন, লেবানন, ইরাক, কুয়েত, সিরিয়া, সুদান, লিবিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উত্তর আমেরিকার দেশসমূহে আগামীকাল ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে।

তবে ইরান, ওমান, মরক্কো, ভারত, পাকিস্তান, ব্রুনেই, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফ্রিকার কিছু দেশে আজ (৫ জুলাই) ২৯তম রোজা চলছে এবং সন্ধ্যায় চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এসকল দেশে যদি সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল ঈদুল ফিতর পালিত হবে এবং শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে ৩০টা রোজ থাকার পর বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে।

iqna


ট্যাগ্সসমূহ: ঈদ ، ফিতর ، সৌদি ، ইসলামী
captcha