বার্তা সংস্থা ইকনা: কুয়েতে প্রতি বছরেই ঈদের নামাজ উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। তবে নিরাপত্তার জন্য চলতি বছরে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শুধুমাত্র মসজিদে অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (১২ই সেপ্টেম্বর) পবিত্র ঈদ-উল-আযহার নামাজের মুসল্লিদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কুয়েত সরকার জুলাই মাসে ঘোষণা করেছে, কুয়েতের মাটিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তিনটি হামলা নস্যাৎ করা হয়েছে।
সম্প্রতি কুয়েতের হামলাসমূহ পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, সকল হামলার সাথেই দায়েশের সদস্য জড়িত ছিল। দায়েশের নেতাগণ সেদেশের বিমানবন্দরে সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং হামলা ও যাত্রীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে। এছাড়াও সেদেশরে একটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছে।
গতবছর কুয়েতের প্রাণকেন্দ্রে ইমাম সাদিক (আ.) মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন।
এই হামলার পরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এক বিবৃতি প্রদানের মাধ্যমে ইমাম সাদিক (আ.) মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায়ভার গ্রহণ করেছে।
iqna