IQNA

স্বল্প সময়ের মধ্যে কুরআন হেফজ করে রেকর্ড গড়লেন পাকিস্তানী কিশোরী

0:57 - November 06, 2016
সংবাদ: 2601892
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের এক মেধাবী ছাত্রী মাত্র ২৯ দিনে কুরআন হেফজ করে বিশ্ববাসীকে আশ্চর্য করেছেন।
স্বল্প সময়ের মধ্যে কুরআন হেফজ করে রেকর্ড গড়লেন পাকিস্তানী কিশোরী

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের মেধাবী ছাত্রী 'জুইরিয়া' মাত্র ২৯ দিনে কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং এই স্বল্প সময়ে কুরআন হেফজ করে রেকর্ড গড়েছেন।
পাকিস্তানের লাহোর প্রদেশের 'গাজী আবাদ' এলাকার এক গরীব পরিবারের সন্তান জুইরিয়। এই মেধাবী ছাত্রী তার দৃঢ় সংকল্প ও ইচ্ছার কারণে এক মাসের কম সময়ে পবিত্র কুরআনের ১১৪টি সূরা মুখস্থ অর্থাৎ সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছেন, পাকিস্তানী ছাত্রীর এই রেকর্ডটিকে ওয়ার্ল্ড রেকর্ডস বুক (গীনিস)-এ  নথিভুক্ত করতে হবে।
জুইরিয়ার পিতা একজন খুচরা বিক্রেতা। আর্থিক সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছ।
মাত্র ২৯ দিনে কুরআন হেফজ করে জুইরিয়া নিজেকে ধন্য মনে করছেন।
iqna

স্বল্প সময়ের মধ্যে কুরআন হেফজ করে রেকর্ড গড়লেন পাকিস্তানী কিশোরী
পাকিস্তানের মেধাবী ছাত্রী 'জুইরিয়া'


captcha