
তুর্কি গণমাধ্যম টিআরটি আরবি–র প্রতিবেদনে বলা হয়, জার্মান ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (BKA)–এর তথ্যে দেখা গেছে: প্রথম তিন মাসে ইসলামবিদ্বেষ–ঘটিত অপরাধের সংখ্যা ছিল ৪৬৯টি, দ্বিতীয় তিন মাসে কমে দাঁড়ায় ৩১৬টিতে এবং তৃতীয় তিন মাসে আরও কমে ১৪৫টিতে।
এ সময় শনাক্ত হয়েছে— প্রথম ত্রৈমাসিকে ২৮৩ জন সন্দেহভাজন, দ্বিতীয় ত্রৈমাসিকে ১৭২ জন এবং তৃতীয় ত্রৈমাসিকে ৮৫ জন।
এ ছাড়া ৫ জনকে আটক করা হলেও এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে মসজিদের ওপর ৩১টি হামলা নথিভুক্ত হয়েছে, যাতে ৩৮ জন মুসল্লি আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ইসলামবিদ্বেষ–সংক্রান্ত অপরাধের মধ্যে রয়েছে— ঘৃণা উসকানিমূলক বক্তব্য, অপমান ও হুমকি, সংবিধানবিরোধী প্রতীক ব্যবহার, সম্পত্তির ক্ষতি এবং শারীরিক হামলা।
অধিকাংশ অপরাধই চরম দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।