IQNA

আরাফাতে বাস উল্টে ৩৬ হাজী আহত

20:33 - December 18, 2016
সংবাদ: 2602183
আন্তর্জাতিক ডেস্ক: আরফাতের জাবাল আর-রাহমাহ এলাকার প্রবেশ মুখে মহান আল্লাহর ঘরের যেয়ারতকারী হাজীদেরকে বহনকারী একটি বাস উল্টে ৩৬ জন আহত হয়েছেন।

আল-ওয়াবহদাহ’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ দূর্ঘটনা ঘটে। এতে ৩৬ জন হাজী আহত হয়েছেন।

আরফাতের জাবাল আর-রাহমাহ এলাকার প্রবেশ মুখে মহান আল্লাহর ঘরের যেয়ারতকারী হাজীদেরকে বহনকারী একটি বাস উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

আহতদেরকে বেশ কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর্ আহতদেরকে মক্কার স্পেশালাইজড হাসপাতালসহ মক্কার বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।#3554807


ট্যাগ্সসমূহ: আরাফাত ، ইকনা ، বাস ، দূর্ঘটনা ، আহত ، হাজী
captcha