
বার্তা সংস্থা ইকনা: তিনি বলেছেন, "মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় চীন প্রয়োজনীয় সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে।” রাজধানী বেইজিংয়ে সিল্ক রোড সম্মেলনের পর সুচির সঙ্গে বৈঠক করেন জিনপিং। বৈঠকে তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে দু দেশকেই কাজ করতে হবে। চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দু দেশের সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে দু দেশের সরকারকে অব্যশই যৌথভাবে কাজ করতে হবে।
মিয়ানমারকে অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিলেও চীনা প্রেসিডেন্টের এ কথা পরিষ্কার নয় যে, তিনি কী ধরনরে সহায়তা দিতে চেয়েছেন। তবে, দক্ষিণ সীমান্তে চীন সেনা মহড়া চালিয়েছে এবং এর আগে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার দ্বন্দ্বের সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। অবশ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের উগ্র বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে চীনকে কখনো সরব হতে দেখা যায় নি। সূত্র: পার্সটুডে