IQNA

ওমানে ইসলামে দীক্ষিত হলেন ১৫৮ জন

23:19 - July 06, 2017
সংবাদ: 2603381
আন্তর্জাতিক ডেস্ক: গত ৩ মাসে ওমানে বসবাসরত বিভিন্ন দেশের অন্তত ১৫৮ জন লোক ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইকনা: দেশটির ওয়াক্ফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তিন মাসে ১৫৮ জন ব্যক্তি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন।
ধর্মান্তরিত এসব ব্যক্তিরা উগান্ডা, ফিলিপাইন, শ্রীলংকা এবং ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। ধর্মান্তরিতদের মধ্য বেশিরভাগই নারী।
সম্প্রতি শেষ হওয়া রমজানে ‘ইসলামিক প্রারম্ভিক’ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৫ জন লোক ইসলাম গ্রহণ করেন।
‘টাইমস অফ ওমান’ ইসলামে ধর্মান্তরিত তিনজন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তারা সদ্য গত হওয়া রমজান মাসকে উপলক্ষ করে ইসলাম গ্রহণ করেছেন। ওমানে বসবাসরত অনেক ধর্মান্তরিত মুসলমানরা ইসলামের মাধ্যমে তাদের উদ্বেগ ও কষ্টের উত্তর খুঁজে পেয়ে থাকেন।
ফিলিপিন্সের নারী জুবেনি আল্টো মাত্র দুই মাস আগে ইসলামে ধর্মান্তরিত হন। তার এই সিদ্ধান্ত তার জন্য একটি সঠিক পদক্ষেপ ছিল বলে তিনি জানান।
তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে ফিলিপাইন থেকে ওমানে এসেছি। দুই মাস আগে আমি ইসলাম সম্পর্কে ভালভাবে জানা ও পড়ার সিদ্ধান্ত নেই, কারণ আমার অনেক সমস্যা ছিল; যা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম।’
‘আমি অনুধাবন করতে সক্ষম হয়েছি যে ইসলাম আমাকে অনেক নতুন অনুভূতি দিয়েছে। আমি যা আবিষ্কার করেছি তা আমাকে আলোকিত করেছে এবং আমি এতে অনেক খুশি। পবিত্র কোরআন পড়ার পর এটি আমাকে ওঠে দাঁড়াতে সাহায্য করেছে এবং আমি আমার হৃদয় দিয়ে অনুভব করতাম যে আমি আল্লাহর উপাসনায় বিশ্বাস করি।’
ওমানে তার মুসলিম বন্ধুরা তাকে ইসলামের বিভিন্ন বই পড়াশোনা করতে ও ইসলামের উৎস সম্পর্কে জানতে সাহায্য করেন।
iqna



captcha