IQNA

দায়েশ মুক্ত হলো প্রচীন মসুল

23:21 - July 08, 2017
সংবাদ: 2603393
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকী মিডিয়া জানিয়েছে, ইরাকী সমারিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের হাত থেকে প্রাচীন মসুল সম্পূর্ণরূপে মুক্ত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি যৌথ অপারেশন কমান্ড শনিবার ঘোষণা দিয়েছে: প্রাচীন মসুল সম্পূর্ণরূপে দায়েশ মুক্ত করা হয়েছে।

এ ব্যপারে "আল সুমারিয়া নিউজ" লিখেছে: ইরাকি যৌথ বাহিনী প্রাচীন মসুল নামে প্রসিদ্ধ মসুল শহরের পুরাতন অংশ নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে।

ইরাকি যৌথ অপারেশন কমান্ডরের ঘোষণা অনুযায়ী, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৩৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৬ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

iqna


captcha