IQNA

জিয়ারতে আরবাইন পাঠের ফজিলত

22:35 - November 12, 2017
সংবাদ: 2604301
সফর মাসের ২০ তারিখ হচ্ছে সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) আরবাইন তথা চেহলুমের দিন। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিয়ারতে আরবাইন পাঠ করা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হুসাইনের (আ.) চেহলুমের দিন এ মহান ইমাম (আ.) ও তার একনিষ্ঠ সাহাবীদের স্বরণে জিয়ারতে আরবাইন পাঠ করার বিশেষ ফজিলত ও গুরুত্ব রয়েছে।

 সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) আরবাইন তথা চেহলুমের দিন জিয়ারতে আরবাইন পাঠের বিশেষ ফজিলতের অন্যতম কারণ হচ্ছে এ জিয়ারতে ইমাম হুসাইনের (আ.) মহিমান্বিত ফজিলত ও মর্যাদার প্রতি সুস্পষ্ট ইঙ্গিত করা হয়েছে। তিনি আল্লাহর দ্বীন ও রাসূলের (সা.) কষ্টার্জিত ইসলামকে বাচাতে যে নজিরবিহিন আত্মত্যাগ করেছেন এ জিয়ারতে তাও উল্লেখ করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.) এমন এক মহিমান্বিত ব্যক্তিত্বের অধিকারী; যার কোন তুলনা নেই। তিনি রাসূলুল্লাহর (সা.) প্রানপ্রিয় দৌহিত্র, আমিরুল মু'মিনিন আলীর (আ.) আদরের সন্তান এবং খাতুনে জান্নাত ফাতেমা যাহরার (আ.) কলিজার টুকরা। রাসূল (সা.) এক হাদীসে যাকে উদ্দেশ্য করে বলেছেন যে, হুসাইন আমা থেকে এবং আমি হুসাইন থেকে। তাছাড়া অপর হাদীসে বর্ণিত হয়েছে যে, হাসান ও হুসাইন (আ.) জান্নাতের যুবকদের সরদার। সুতরাং এমন সুমহান ব্যক্তিত্বের স্বরণে জিয়ারত পাঠ আমাদের মন ও অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে।
captcha