বার্তা সংস্থা ইকনা: সশস্ত্র সন্ত্রাসীরা আল্লামা আল্লামা ইদরুস বিন সামেতের বাড়ীতে হামলা চালিয়ে তাকে জোহরের নামাজরত অবস্থায় গুলি করে হত্যা করেছে।
সশস্ত্র সন্ত্রাসীরা আল্লামা ইদরুস বিন সামেতের বাড়ীতে প্রবেশ করে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ত্রিম শহরের বিশিষ্ট আলেমদের মধ্যে আল্লামা ইদরুস বিন সামেত একজন। তিনি মডারেশন এবং সংশোধনীপন্থী ছিলেন এবং চরমপন্থী অতিরঞ্জিত মাজহাবের বিরোধিতা করতেন।